ঠান্ডা মাথায় যুদ্ধের আগুনে ঘি ঢালছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২ জুন ২০২২, ০৯:১৫

যুদ্ধক্ষেত্রে রকেট ছোড়ার সময় তোলা ছবি। ছবি: এপি
ইউক্রেনের কাছে উন্নতমানের রকেট লঞ্চার সরবরাহের ব্যাপারে ফের যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করেছে রাশিয়া।
ইউক্রেন যুদ্ধের তিন মাস পরে এসে গত সোমবার (৩০ মে) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি ইউক্রেনকে দীর্ঘ পাল্লার নয় বরং মধ্যম পাল্লার উন্নতমানের রকেট লাঞ্চার সরবরাহ করবেন।
বাইডেনের এ ঘোষণার প্রতিক্রিয়ায় গতকাল বুধবার (১ জুন) রাশিয়ার এক মুখপাত্র বলেছেন, ইউক্রেনের কাছে জটিল সব অস্ত্র সরবরাহের মাধ্যমে হোয়াইট হাউস ইচ্ছা করে এবং সুচিন্তিতভাবে যুদ্ধের আগুনে ঘি ঢালছে। যুক্তরাষ্ট্র ইঙ্গিত দিচ্ছে, তারা ইউক্রেনের সর্বশেষ যোদ্ধা বেঁচে থাকা পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে ইউক্রেনকে তাল দিয়ে যাবে।
ইউক্রেনের কাছে মধ্যম পাল্লার রকেট লঞ্চার সরবরাহ করার ব্যাপারে আজ বৃহস্পতিবার (২ জুন) বাইডেন সরকার আরো পরিকল্পনা প্রকাশ করতে পারে। তবে যুক্তরাষ্ট্র যে রকেট লঞ্চার ইউক্রেনকে দিতে যাচ্ছে তা অত্যন্ত নিখুঁতভাবে ৭০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।
যুক্তরাষ্ট্র দাবি করছে, তাদের ওই অস্ত্র ইউক্রেন অভ্যন্তরীণ যুদ্ধক্ষেত্রে রাশিয়ার সেনাদের বিরুদ্ধে ব্যবহার করবে, এই অস্ত্র রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য ব্যবহার করবে না।
এ সম্পর্কে রাশিয়ার ওই মুখপাত্র বলেন, ইউক্রেনের সেনারা রাশিয়ার অভ্যন্তরে এই সমস্ত রকেট দিয়ে হামলা চালাবে না সে ব্যাপারে মস্কো যথেষ্ট সন্দিহান।